বিজ্ঞাপন
অভিযানে দুইটি শটগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে আইন অমান্যের অভিযোগে প্রায় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় শিবচরের পাচ্চর হাইওয়ে এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।
শাইখা সুলতানা বলেন, “উপজেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা কাজ করছি। বেশ কিছু মোটরসাইকেল ও মাঝারি যানবাহনে বৈধ কাগজপত্র না থাকায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও একটি গাড়ি থেকে দুইটি শটগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।”
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে। অস্ত্রের বৈধতা যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি সড়কে যানবাহনের বিশৃঙ্খলা ও বেআইনি অস্ত্র বহনের ঘটনায় স্থানীয় প্রশাসন নিয়মিত অভিযানে নেমেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...