Logo Logo

গোপালগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দিনব্যাপী প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তি ও সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন আক্তার সভাপতিত্বে এবং সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে অংশগ্রহণ করেন জেলা ফিনান্স অ্যান্ড একাউন্টস অফিসার আনোয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাদিরা খানম, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক রিজভী আক্তার, সুশীল সমাজের প্রতিনিধি মনোজ কুমার সাহা, বর্ণ প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র আকাশন, মাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রকিবুল ইসলাম, প্রতিবন্ধী শিক্ষার্থী মাহমুদুল হাসান প্রধান, প্রতিবন্ধী শিশুর অভিভাবক ফরিদা আহমেদ সহ আরও অনেকে।

সেমিনারে বক্তারা সঠিক প্রক্রিয়ায় প্রতিবন্ধী শিশু বাছাই, শিক্ষাবৃত্তি নিশ্চিতকরণ এবং তাদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের প্রতি আহ্বান জানান। তারা বলেন, সমাজের সকল স্তরের সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের স্বাভাবিক শিক্ষাজীবনে অন্তর্ভুক্ত করা সম্ভব।

সেমিনারটি গোপালগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং সামাজিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...