বিজ্ঞাপন
বুধবার (১২ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর নিজস্ব হলরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মো. তানজীর আহম্মদ।
তিনি জানান, গত দশ মাসে বিভিন্ন অভিযানে ৯১ হাজার ৩৪১ বোতল ফেনসিডিল, মদ ও সিরাপ, ট্যাপেন্টাডল ও মেটাডক্সিন ট্যাবলেট ১৭ লাখ ১১ হাজার ৯৬৪টি, গাঁজা, হেরোইন ও কোকেন ১৪ হাজার ১৯১ কেজি, ইয়াবা ২৬ হাজার ১১৫ পিস এবং নেশাজাতীয় ইনজেকশন ৮৭ হাজার ১০৭টি জব্দ করা হয়েছে।
এছাড়াও ৭টি আগ্নেয়াস্ত্র, ৩৩ হাজার ১০৬ রাউন্ড গুলি, ১৩৯টি ককটেল ও পেট্রোল বোমা, ২৩৯৬টি গবাদিপশু, ৬৮০ গ্রাম স্বর্ণ ও ১ ভরি রূপা, ভারতীয় শাড়ি, শার্ট ও প্যান্ট ১১,২৮৫ পিস, থান কাপড় ১৩৮ গজ, ১৫টি কস্টিপাথর, চা ও চিনি ৩,৯৩০ কেজি, ১৯৭টি মোটরসাইকেল, ১,৩০৭টি মোবাইল ফোন, ১২,৪৬০ প্যাকেট চকলেট ও বাজি, ৪টি ইঞ্জিনচালিত নৌকা, ভারতীয় জাল রুপি ১ লাখ ৫ হাজার টাকা এবং ৭৪৪টি কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।
বিজিবি অধিনায়ক কর্নেল তানজীর আহম্মদ আরও জানান, সীমান্ত এলাকায় মাদক, জাল টাকা ও মানব পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি সীমান্তে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...