বিজ্ঞাপন
নিহত সৈয়দ আহাম্মদ খোকন একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের লক্ষনপুর গ্রামের কচুর বাড়ির মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের পন্ডিত বাড়ির আব্দুল করিমের বিল্ডিংয়ের পাশে গাছের ডাল কাটছিলেন জায়গার মালিক। ওই সময় পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন বৃদ্ধ খোকন। হঠাৎ অসাবধানতাবশত গাছের ডালে ছেঁড়া বিদ্যুতের তার পড়ে যায় এবং তা খোকনের শরীরে স্পর্শ করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে করা হয়েছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...