Logo Logo

ভূয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে রায়পুর প্রেসক্লাব


Splash Image

ভূয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাব।


বিজ্ঞাপন


সাম্প্রতি মোঃ এহসানুল আসিফ মাসুম নামের এক ব্যক্তি নিজেকে “দৈনিক জনতা” রুস্তম আলী ডিগ্রি কলেজ প্রতিনিধি এবং রায়পুর প্রেসক্লাবের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চাঁদাবাজি, হুমকি-ধমকি ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে—এমন অভিযোগ প্রেসক্লাবের দৃষ্টিগোচর হয়েছে।

এ বিষয়ে রায়পুর প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উক্ত ব্যক্তির সঙ্গে প্রেসক্লাবের কোনো সম্পর্ক নেই। তাকে কখনও সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। তার নামের সঙ্গে প্রেসক্লাবের একজন প্রকৃত সদস্যের নামের মিল থাকায় কিছু মানুষ বিভ্রান্ত হয়েছেন, এজন্য ক্লাব কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

প্রেসক্লাব প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে—এ ধরনের প্রতারক ও সমাজবিরোধী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে।

একই সঙ্গে সাধারণ জনগণ ও সরকারি কর্মকর্তাদের এসব ভূয়া সাংবাদিকের প্রতারণামূলক কার্যকলাপ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রেসক্লাব কর্তৃপক্ষ।

রায়পুর প্রেসক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা সৎ, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজে ন্যায়, শৃঙ্খলা ও পেশাগত মর্যাদা রক্ষা করতে বদ্ধপরিকর।”

প্রতিবেদক- মাহামুদ সানি, রায়পুর, লক্ষ্মীপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...