Logo Logo

গোপালগঞ্জে ভোররাতে গণপূর্ত ভবনে রাখা গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ


Splash Image

দেশজুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই গোপালগঞ্জে একটি সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার) ভোরে গোপালগঞ্জ গণপূর্ত (PWD) ভবনের ভেতরে রাখা একটি ডাবল কেবিন পিকআপে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।


বিজ্ঞাপন


গণপূর্ত ভবনের দায়িত্বে থাকা নৈশ প্রহরী আব্দুর রহিম জানান, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে তিনি পার্কিংয়ে থাকা (মডেল: এল-২০০) গাড়িটিতে আগুনের শিখা দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি ও তার পরিবারের সদস্যরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।

নৈশ প্রহরী আরও জানান, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এই ঘটনায় গাড়িটির আংশিক ক্ষতি হয়েছে। তবে কে বা কারা এই অগ্নিসংযোগ করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, আজ (১৩ নভেম্বর) সাবেক প্রধানমন্ত্রীর মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশব্যাপী রাজনৈতিক কর্মসূচি ও উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘাত ও অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে। গোপালগঞ্জের এই ঘটনা সেই উত্তেজনারই অংশ কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...