বিজ্ঞাপন
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় চাটখিল থানা পুলিশ হালিমাদীঘির পাড়স্থ পিজি স্কুলের সামনে চাটখিল-সোনাইমুড়ী মহাসড়কে এ অভিযান পরিচালনা করে। এসময় নোয়াখালী-থ ১১-৭৪৪৩ নম্বরের সিএনজি অটোরিকশাটি তল্লাশি করে এর পেছনের অংশ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। তারা হলেন—বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নের মীর আলীপুর হাজী বাড়ির মো. হেলাল উদ্দিনের ছেলে মিজান উদ্দিন (৩৫) এবং একই গ্রামের বাঁশতলা বাড়ির মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. হাছান (৩২)।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, “ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত গাঁজা ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।”
তিনি আরও জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...