Logo Logo

ফরিদপুর কারাগারে মারা গেলেন সেই শাফি সিকদার


Splash Image

প্রতীকী ছবি।

ফরিদপুর জেলা কারাগারে মারা গেছেন ভাঙ্গায় ছয় বছরের নাতনিকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হওয়া শাফি সিকদার (৭৫)। বুধবার (১২ নভেম্বর) বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


ফরিদপুর জেলা কারাগারের জেলার (সুপার) মো. নজরুল ইসলাম বলেন, “আসামি শাফি সিকদার ২ নভেম্বর নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে আসেন। তিনি আগ থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। আজ বিকেলে শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শাফি সিকদার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের রজব আলী শিকদারের ছেলে।

গত ৩১ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টার দিকে ১০ টাকার লোভ দেখিয়ে নিজের একতলা বাড়িতে ছয় বছরের চাচাতো নাতনিকে ডেকে নিয়ে যায় শাফি সিকদার। ওই সময় বাড়িতে কেউ না থাকায় তিনি শিশুটিকে শ্লীলতাহানির চেষ্টা করেন। শিশুটি চিৎকার দিলে প্রতিবেশী কয়েকজন নারী দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করেন।

ঘটনাটি জানাজানি হলে পরদিন (১ নভেম্বর) দুপুরে শিশুটির বাবা ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেন। ওই দিন সন্ধ্যায় পুলিশ শাফি সিকদারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

গ্রেপ্তারের ১০ দিন পর কারাগারে তার মৃত্যু হলো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...