বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় দুর্বৃত্তরা পুলিশ দেখে লাগেজটি ফেলে পালিয়ে যায়। পরে সড়কের পাশে থেকে কালো রঙের লাগেজটি উদ্ধার করা হয়। সেটি খোলার পর ভেতর ৩২ বোতল পেট্রলবোমা পাওয়া যায়। এসব বোমা সেভেন আপ, পেপসি ও কোকাকোলার কাচের বোতলে পেট্রল ঢেলে তৈরি করা হয়েছিল।
এর আগে বুধবার (১২ নভেম্বর) আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে বিপুল পরিমাণ ককটেল, পেট্রলবোমা এবং বোমা তৈরির উপাদান উদ্ধার করা হয়েছিল। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়।
ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "সড়কের পাশে ফেলে যাওয়া লাগেজে ৩২ বোতল পেট্রলবোমা পাওয়া গেছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
পুলিশ বলছে, এই ধরনের বোমা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...