বিজ্ঞাপন
মহড়ার মাধ্যমে উপজেলা এবং পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক ও টার্নিং পয়েন্টে অবস্থান নেয়া হয়, যাতে কোথাও কোন দুষ্কৃতিকারী নৈরাজ্য সৃষ্টি করতে না পারে।
মহড়ায় উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অন্যান্য অঙ্গসংগঠন অংশ নেয়। তারা সারাদিন বিভিন্ন সড়কে মোটরসাইকেল মহড়ার মাধ্যমে সতর্ক পর্যবেক্ষণ চালায়।
পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার মহড়া সম্পর্কে বলেন, “বিএনপি জনগণের দল। জনগণের অধিকার রক্ষার জন্য বিএনপি সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দেশকে অস্থিতিশীল করার পায়তারায় নৈরাজ্য সৃষ্টিকারী অপশক্তি যতই ষড়যন্ত্র করুক, বিএনপি জনগণকে নিয়ে তা প্রতিহত করবে। শান্তি প্রিয় জনগণ দেশের বিভিন্ন জায়গায় ঐক্যবদ্ধভাবে বিএনপির পাশে আছে।”
উল্লেখ্য, মহড়ার মাধ্যমে বিএনপি এলাকায় শান্তি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি লকডাউনের নামে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে জোর দেয়।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...