বিজ্ঞাপন
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ২টায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদ উত্তর গেইটে চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ তোলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশ রাজনীতির আকাশে নতুন করে কালো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে ঘোষণার মাধ্যমে সরকার জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। তিনি অভিযোগ করেন, মৌলিক সংস্কারকে গুরুত্বহীন রেখে দেশের গণতান্ত্রিক উত্তরণ ব্যাহত করা হচ্ছে এবং জনআকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনের পথ সংকুচিত হয়ে পড়েছে। জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী তরুণ প্রজন্ম সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “উপদেষ্টা পরিষদের জন্ম হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে। আজ যারা উপদেষ্টা পরিষদে দায়িত্ব পালন করছেন, তারা হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন। অথচ জুলাই গণভোটের জন্য তাদের নিকট কোনো বাজেট নেই—এটি অত্যন্ত দুঃখজনক।”
জামায়াত নেতা অভিযোগ করেন, দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসন, নাগরিক অধিকার পুনরুদ্ধার এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করতে ৫ দফা দাবি সময়ের অনিবার্য প্রয়োজন। জনগণের সঙ্গে আলোচনা ছাড়া গণভোটসহ যেকোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ করা হলে দেশের গণতান্ত্রিক কাঠামো আরও দুর্বল হয়ে পড়বে বলে তিনি সতর্ক করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। পরিচালনা করেন নগর সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
এ ছাড়াও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান এবং চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছের, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, আমির হোছাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলে চট্টগ্রামের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে হাজারের বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। শান্তিপূর্ণ মিছিলটি আন্দরকিল্লা এলাকা প্রদক্ষিণ করে চকবাজার অলি খাঁ মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...