Logo Logo

গাজীপুর-২ আসনের ধানের শীষের প্রার্থীর বিশাল জনসভা


Splash Image

গাজীপুর-২ আসনে ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে গাজীপুরের ঐতিহাসিক সালনা হাবিবুল্লাহ ময়দানে মহানগর বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। জনসভা ঘিরে সালনা ময়দান এবং আশপাশের এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতিতে পুরো ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

সভায় বক্তব্য দিতে গিয়ে রনি বলেন, গাজীপুর-২ আসনের মানুষ পরিবর্তন চায়। ধানের শীষের পক্ষে জনগণের যে সাড়া দেখেছি, তাতে বিপুল ভোটে জয়ের বিষয়ে আমি আশাবাদী।

অনুষ্ঠানে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, চলমান রাজনৈতিক পরিবেশ সত্ত্বেও বিএনপির প্রার্থী রনিকে কেন্দ্র করে গাজীপুর-২ আসনে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জনসভা শেষে নেতাকর্মী ও সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে রনিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...