বিজ্ঞাপন
১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার সাহেবপুরে অনুষ্ঠিত এমনই এক নির্বাচনী প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি ও বরিশাল-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহমুদ নবী তালুকদার।
তিনি বলেন, “আর কোনো ফ্যাসিস্টকে দ্বিতীয়বার বাংলার জনগণ ক্ষমতায় দেখতে চায় না। বাংলার মানুষ এখন চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত দেশ দেখতে চায়।”
মাহমুদ নবী তালুকদার আরও দাবি করেন, ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়ায় দেশ আজ অপশাসনের যাতাকলে নিপীড়িত। তার ভাষায়, “সোনার বাংলাদেশ এখন শ্মশান বাংলাদেশে পরিণত হয়েছে। এই অবস্থা থেকে দেশকে ফিরিয়ে আনতে হলে সুশাসন প্রতিষ্ঠা জরুরি, এবং ন্যায়-ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে শুধু ইসলামী রাষ্ট্রব্যবস্থাই ভূমিকা রাখতে সক্ষম।”
সভায় উপজেলার ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
বক্তারা প্রতিটি সভায় ইসলাম, দেশপ্রেম ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানিয়ে আগামী নির্বাচনে এলাকার সুষম উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন। পাশাপাশি ভোটারদের জামায়াতের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’-তে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...