Logo Logo

চাটখিলে ৪র্থ শ্রেণীর ছাত্রের রহস্যজনক মৃত্যু


Splash Image

নোয়াখালীর চাটখিলে মোঃ মেহেদী হাসান (৯) নামের ৪র্থ শ্রেণীর এক ছাত্রের রহস্যজনক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।


বিজ্ঞাপন


শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যার পরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মোঃ মেহেদী হাসান উপজেলার বারইপাড়া মোল্লা বাড়ির সিএনজি চালক মো: মিন্টুর ছেলে এবং বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।

মেহেদী হাসান এর মা শিল্পী আক্তার জানান, সন্ধ্যার পরে তার ছেলে ঘরে পড়তে বসে। কিছুক্ষণ পরে বাড়ির তার বয়সী সহপাঠী কয়েকজন এসে তাকে ডেকে ঘরের বাহিরে নিয়ে যায়। এরপর প্রায় ১ ঘন্টা পরে বাড়ির উঠানে মেহেদী কে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তার মা শিল্পী আক্তার অভিযোগ করে বলেন তার ছেলেকে তলপেটে লাথি দিয়ে মারা হয়েছে।

এই বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, মেহেদী'র শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...