Logo Logo

মনোহরদীতে কুরআন-সুন্নাহ্ ফাউন্ডেশনের আয়োজনে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


Splash Image

নরসিংদীর মনোহরদীতে কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (১৪ নভেম্বর) সকালে মনোহরদী পৌরসভার বাসস্ট্যান্ডে অবস্থিত গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় প্রায় ৪৬ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান,কুরআন-সুন্নাহ্ ফাউন্ডেশনের আয়োজনে এ পরীক্ষার মূল উদ্দ্যেশ্য মেধাবীদের খুঁজে বের করা এবং লেখা-পড়ার দিকে আগ্রহ সৃষ্টি করা। ভবিষ্যতেও এ ধরণের বৃত্তি পরীক্ষা অব্যাহত থাকবে।

এ সময় কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম,অধ্যক্ষ মোহাম্মদ আতিকুল ইসলাম,পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঢাকা ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের ডিজিএম মো.ইকবাল হোসেন এবং মনোহরদী উপজেলা সেচ্ছাসেবী পরিষদ এর পরিচালক মোহাম্মদ আল-মমিন হোসাইন সজিব উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...