Logo Logo

কলাপাড়ায় জলবায়ু ন্যায় বিচারের দাবিতে সাইকেল র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত


Splash Image

জলবায়ু ন্যায় বিচারের জন্য বিশ্বব্যাপী কর্মদিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় সাইকেল র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’-এর উদ্যোগে হেলিপ্যাড মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি সাইকেল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিবেশ কর্মী মেজবাহ উদ্দিন মাননু, প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন মিন্টু এবং আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নজরুল ইসলামসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

বক্তারা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব তুলে ধরে সরকারকে দ্রুত কার্যকরী ও টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় এখানকার মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। তাই জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ, পরিবেশবান্ধব নীতি প্রণয়ন এবং অভিযোজন কার্যক্রম জোরদারের মাধ্যমে সরকারের এগিয়ে আসা জরুরি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...