Logo Logo

বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর আঞ্চলিক শান্তির প্রয়াস : মুশফিকুর রহমান


Splash Image

আঞ্চলিক অস্থিতিশীলতা এড়াতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের ভারত সফর একটি ইতিবাচক উদ্যোগ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে দলটির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান।


বিজ্ঞাপন


তিনি বলেন, “আমাদের মধ্যে যেন আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি না হয়, সে জন্যই নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন। শুধু বাংলাদেশ নয়, আরও কয়েকটি দেশের প্রতিনিধি সেখানে যোগ দিচ্ছেন। এটি নিঃসন্দেহে শান্তির একটি ইতিবাচক উদ্যোগ।”

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে কসবা উপজেলার কুটি চৌমুনী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে মুশফিকুর রহমান বলেন, গত ১৭ বছরে জনগণ সঠিকভাবে ভোট দিতে পারেনি। তবে এবার মানুষের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি বলেন, “দেশবাসী সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট চায়। জনগণই ঠিক করবে তারা কাকে ক্ষমতায় দেখতে চায়। সেজন্য গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এখন জরুরি।”

পথসভা ও পরবর্তী জনসভায় জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...