ফাইল ছবি।
বিজ্ঞাপন
শনিবার (১৫ নভেম্বর) সকালে হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক ধোয়াত বিষয়টি নিশ্চিত করে বলেন, “হিরো আলম ওয়ারেন্টভুক্ত আসামি। আজ সকালে হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।”
এর আগে হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি হাতিরঝিল থানায় হত্যা চেষ্টা, মারধর এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলা করেন। মামলার ভিত্তিতে গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
একই মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের আরও একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...