Logo Logo

মধুখালীর গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা


Splash Image

ফরিদপুরের মধুখালীতে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখার দরজার সামনে পেট্রল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেছে। যদিও ব্যাংকের ভিতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, দরজার সামনের অংশ আগুনের ধোঁয়ায় কালো হয়ে গেছে।


বিজ্ঞাপন


ঘটনাটি মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখায় এ ঘটনা ঘটে। শাখাটি মাঝকান্দী বাসস্ট্যান্ড থেকে বোয়ালমারী-আলফাডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের দিকে ১০০ মিটার দক্ষিণে অবস্থিত।

গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার নবিনা নুরুল পিয়া জানান, “শুক্রবার রাত আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা ব্যাংকের দরজার সামনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে শাখার ভেতরে কোনো ক্ষতি হয়নি। তবে দরজার সামনের অংশ কালো ধোঁয়ায় ঢাকা পড়ে। এসময় পেট্রলের খালি বোতল এবং ন্যাকড়া পাওয়া গেছে।”

এ ঘটনায় মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...