Logo Logo

কাশিয়ানি উপজেলা মহিলা দলের নেত্রী লাইজু বেগম বহিষ্কার


Splash Image

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা মহিলা দলের ধর্ম বিষয়ক সম্পাদক লাইজু বেগমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।


বিজ্ঞাপন


গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা মহিলা দলের ধর্ম বিষয়ক সম্পাদক লাইজু বেগমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। শুক্রবার (১৪ নভেম্বর) মহিলা দলের গোপালগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক সরজিনা খানম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে লাইজু বেগমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি ও বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের প্রতি তাঁর সঙ্গে কোন প্রকার ব্যক্তিগত বা রাজনৈতিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি রওশন আরা রত্না এবং সাধারণ সম্পাদক নাসরিন আক্তার সিদ্ধান্তটি অনুমোদনের পর এটি আনুষ্ঠানিকভাবে জারি করা হয়।

এ বিষয়ে লাইজু বেগম বা উপজেলা মহিলা দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...