Logo Logo

কাশিয়ানীতে গভীর রাতে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অজ্ঞাতনামা নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


রোববার (১৬ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজারসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে এ অবরোধের চেষ্টা করা হয়।

এ ঘটনায় মহাসড়কের দুই পাশে যানবাহনের চলাচল বন্ধ হয়ে পড়ে এবং ঢাকা থেকে ছেড়ে আসা হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাছের ওপর আঘাত লেগে ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

ওসি কামাল হোসেন বলেন, ভোররাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাত পরিচয়ের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু লোকজন গাছ কেটে মহাসড়কে ফেলে অবরোধের চেষ্টা চালায়। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তা থেকে গাছ অপসারণ করেন।

পরে ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে কারা এই অরাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল তা শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...