বিজ্ঞাপন
শনিবার রাতে অনলাইন আলোচনার মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোঃ আব্দুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ক্লাস আয়োজনের বিষয়ে সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতিরা সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রয়োজনে শিক্ষকরা অনলাইনে ক্লাস নিতে পারবেন বলেও জানানো হয়েছে।
এছাড়া আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের সকল পরিবহন সেবা বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, রোববার ও সোমবার স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী শুক্র ও শনিবার নেওয়ার সম্ভাবনা রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...