বিজ্ঞাপন
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. এনায়েত বারী জানান, রোববার ও সোমবারের সকল পরীক্ষা স্থগিত করে নোটিশ জারি করা হয়েছে। নতুন সময়সূচি পরে জানানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
একাদশ শ্রেণির শিক্ষার্থী সজিব বলেন, “আজ আমাদের সিটি-১ পরীক্ষা ছিল। কলেজে এসে জানতে পারি রবি ও সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সময়সূচী পরে জানানো হবে বলে নোটিশে বলা হয়েছে।”
হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক দীপক বল্লভ বলেন, “আমি ৩৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে যোগদান করেও এখনও একই পদে রয়েছি। অন্য ক্যাডারে অনেক আগে প্রমোশন দেওয়া হলেও শিক্ষা ক্যাডারে বছরের পর বছর প্রভাষকেরা পদোন্নতি থেকে বঞ্চিত। তাই অনতিবিলম্বে পদোন্নতির ডিপিসি সভা, ৩৭তম ব্যাচ পর্যন্ত সকল পদোন্নতিবঞ্চিত প্রভাষকদের ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারি এবং সুপারনিউমারারি পদসৃজনসহ ৪ দফা দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আন্দোলন করছে। এর অংশ হিসেবেই রবি ও সোমবার কর্মবিরতি পালন করছি।”
অধ্যক্ষ ড. মো. এনায়েত বারী আরও বলেন, “বিসিএসের অন্যান্য ক্যাডারে নিয়মিত পদোন্নতি দেওয়া হলেও শিক্ষা ক্যাডারের প্রভাষকেরা ১০ থেকে ১৩ বছর ধরে প্রমোশন থেকে বঞ্চিত। এসব কারণে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আন্দোলন যৌক্তিক। আমরা এই আন্দোলনকে সমর্থন করছি। আজ ও আগামীকাল পাঠদান বন্ধ এবং বিভিন্ন পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। আশা করি সরকার দ্রুত এ সমস্যার সমাধানে এগিয়ে আসবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...