বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে আতাউর রহমান তার আট বছরের কন্যাকে মোটরসাইকেলে করে ফরিদপুর শহরের দিকে রওনা হন। রাত সাড়ে ৯টার দিকে ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ট্রাকটি ওভারটেক করার সময় দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কটি সংস্কারের কারণে অনেক স্থানে সুড়কি উঠে এবং সড়ক বেহাল অবস্থায় রয়েছে। এই অবস্থায় ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটি সড়কের পাশে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত আতাউরকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত আতাউর খুলনা জেলার দাকোপ উপজেলার খোনা গ্রামের বাসিন্দা আব্দুল গণির ছেলে। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসুদেবপুর জামে মসজিদের ইমামতি করে জীবিকা নির্বাহ করেন।
ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম কাজী জানান, “মহাসড়কের সংস্কার কাজ চলার কারণে সড়কে ছোট ছোট ইট ও খোয়া উঠে রয়েছে। এখানে একটু অসাবধানতা দেখালে দুর্ঘটনা ঘটতে পারে। আতাউর তাড়াহুড়ো করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন।”
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানিয়েছেন, নিহত শিশুর মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহত আতাউরের চিকিৎসা চলমান। অজ্ঞাত ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...