Logo Logo

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর ২০২৫-এর মাসিক সভা আজ রোববার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'স্বচ্ছতা' শিরোনামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় সভায় অংশগ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল, গোপালগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, গোপালগঞ্জ মেডিকেল কলেজের পরিচালক ডাঃ প্রেমানন্দ মন্ডল, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সোহেল পারভেজ, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, জেলা এনএসআই'র উপ-পরিচালক মোঃ আবু হেনা মোস্তফা কামাল, জেলা কমান্ড্যান্ট (বিভিএমএস) মুজিবুল হক, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোঃ মামুনুর রহমান, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল, গোপালগঞ্জ জেলা এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, গোপালগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডঃ মোঃ মহব্বত আলী, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মোহাম্মদ গোলাম মোস্তফা, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোঃ নুরুল হুদা, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লাখসানা লাকী, জেল সুপার শওকত হোসেন মিয়া, গোপালগঞ্জ সরকারি কলেজের প্রভাষক আমানত মোল্লা, গোপালগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক খালিদ হোসেন, গোপালগঞ্জ বিআরটিএ'র মোটরযান পরিদর্শক জিয়া উদ্দিন, গোপালগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মোশাররফ হোসেন, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, গণমাধ্যমকর্মী দুলাল বিশ্বাস এবং গণমাধ্যম ও মানবাধিকারকর্মী কে এম সাইফুর রহমান সহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য ও তাদের প্রতিনিধি।

সভায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব) তার যুগ্মসচিব পদে পদোন্নতি এবং খুলনা ওয়াসা বিভাগের ব্যবস্থাপনা পরিচালক পদে বদলি হওয়ার কারণে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারি প্রকল্পগুলোর কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি নির্মাণ কাজের গুণগত মান, বরাদ্দকৃত অর্থের অপচয় রোধ এবং প্রকল্পের সময়সীমা বৃদ্ধির ফলে অতিরিক্ত ব্যয় না হওয়ার দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশনা প্রদান করেন।

সভা শেষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানকে (যুগ্মসচিব) ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিবেদক- কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...