ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, পুলিশ বা জনগণকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ বা আগুন ছোড়ার মতো নাশকতামূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে পুলিশকে গুলি ব্যবহারের নির্দেশ দিয়েছেন।
বেতার বার্তায় কমিশনার জানান, “যদি কেউ বাসে আগুন দেয় বা পুলিশের বা জনগণের ওপর ককটেল নিক্ষেপ করে, পুলিশ তা প্রতিহত করতে গুলি করতে পারবে। এটি একশরে একশই আইনসঙ্গত।”
ডিএমপির অপরাধ বিভাগের একাধিক পুলিশ কর্মকর্তা মাঠ পর্যায়ে টহলরত অবস্থায় এ তথ্য স্বীকার করেছেন। তবে কেউ প্রকাশ্যভাবে মন্তব্য করতে চাননি।
নাশকতাকারীর বিরুদ্ধে পুলিশের কী ধরনের পদক্ষেপ গ্রহণযোগ্য হবে—এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, “দণ্ডবিধির ৯৬ থেকে ১০৪ ধারার ভিত্তিতে পুলিশ যেকোনো পরিস্থিতিতে সম্পদ বা মানুষের জীবন রক্ষার জন্য গুলি ব্যবহার করতে পারে। আমি আমার কলিগদের মনে করিয়ে দিলাম, যে কোনো বাসে আগুন দিবে, তোমার ওপর বা জনগণের ওপর ককটেল মারবে, সেই ক্ষেত্রে গুলি করতেই হবে।”
দণ্ডবিধির ৯৬ ধারা অনুযায়ী, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে করা কোনো ক্রিয়া অপরাধ হিসেবে গণ্য হবে না। কমিশনারের এই নির্দেশনা মূলত মাঠ পর্যায়ে টহলরত পুলিশ সদস্যদের জন্য নিরাপত্তা ও দ্রুত প্রতিরোধমূলক পদক্ষেপ নিশ্চিত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...