Logo Logo

গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির দাবিতে চাটখিলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল


Splash Image

ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে নোয়াখালীর চাটখিলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।


বিজ্ঞাপন


রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি চাটখিল পৌর বাজারের আজিজ সুপার মার্কেট থেকে শুরু হয়ে প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে আনিতাশ ফিলিং স্টেশনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন এর নির্দেশে এসময় মিছিলের নেতৃত্ব দেন চাটখিল উপজেলা ছাত্রদল নেতা আরিফ ভুইয়া, আজাদ পালোয়ান, অশ্রু বিন্দু পাটোয়ারী, ফরিদ খান, রনি মিজি, রিন্টু তপদার, রাকিব হোসেন, সানি, সাকিল হোসেন ও নাহিদ প্রমুখ।

ছাত্রদল নেতারা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ মেয়াদে সারাদেশে গণহত্যা, গুম-খুন, মানবাধিকার লঙ্ঘনসহ গণতন্ত্র ধ্বংসের ঘটনা ঘটেছে।

তারা আরও দাবি জানান, দেশের সম্পদ লুটপাটের দায়েও শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনা প্রয়োজন।

মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...