বিজ্ঞাপন
রোববার (১৬ নভেম্বর) বিকেলে ঝিকরগাছা বাজার থেকে শুরু হওয়া এই শোডাউনে প্রায় হাজারখানিক মোটরসাইকেল অংশ নেয় বলে আয়োজকরা জানান।
দিনব্যাপী শোডাউনটি নির্বাসখোলা ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়ন প্রদক্ষিণ করে পুনরায় ঝিকরগাছা বাজারে এসে সমাপ্ত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. ইসহক আলী, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও মনোনয়নপ্রত্যাশী জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী এ্যাড. ইমরান সামাদ নিপুন এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপুসহ উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
শোডাউন শেষে বিএনপি নেতারা নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জনপ্রিয় চেয়ারম্যান শহীদ শওকত আলীর ১৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। তারা শহীদ শওকত আলীর কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...