Logo Logo

হাটহাজারীতে দাড়িপাল্লার সমর্থনে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত


Splash Image

চট্টগ্রামের হাটহাজারীতে জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীর সমর্থনে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১৬ নভেম্বর) বিকেল ৫টায় হাটহাজারী পৌরসভাধীন কনক কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মাস্টার মাহমুদুর করিম। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দীন সিকদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোর্শেদুল ইসলাম চৌধুরী।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম, মাওলানা জামাল হোসাইন, হাটহাজারী উপজেলার ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী এবং উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও মধ্যম অঞ্চল পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দীন সিকদার বলেন, “আমাদের সকলের উচিত বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দেওয়া। দেশের কল্যাণের স্বার্থে জামায়াত মনোনীত প্রার্থীদের পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

সভায় বক্তারা দাড়িপাল্লা প্রতীকের পক্ষে সর্বস্তরের জনগণকে সচেতন ও সংগঠিত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...