বিজ্ঞাপন
রবিবার (১৬ নভেম্বর) রাত সারে সাতটার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মুকুল বেগম ওই এলাকার হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান পার্শ্ববর্তী মৌলভীতবক সুলতান মাষ্টার বাড়ি জামে মসজিদের ইমাম। রবিবার দুপুরের খাবার শেষে তিনি মসজিদে নামাজ পরাতে যান। এ সময় তার স্ত্রী ঘরে অবস্থান করছিলেন।
সন্ধ্যার পরে প্রতিবেশী এক নারী তাদের বাড়িতে এসে ঘরে মুকুল বেগমের লাশ দেখতে পান। পরে তার ডাকচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন এবং পুলিশকে খবর দেন।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।”
পুলিশের এ ধরনের তৎপরতা ও স্থানীয় মানুষের সহযোগিতা কি হবে হত্যার রহস্য উদঘাটনের মূল চাবিকাঠি, তা সময়েরই অপেক্ষা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...