Logo Logo

আশুগঞ্জ সার কারখানায় শ্রমিকদের বিক্ষোভ


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার কোম্পানির শ্রমিক-কর্মচারীরা এক করপোরেশন, এক পে-স্কেল বাস্তবায়ন, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ এবং কারখানাকে পূর্ণমাত্রায় সচল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।


বিজ্ঞাপন


সোমবার (১৭ নভেম্বর) সকালে কারখানার প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. আবু কাউসার এবং বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদসহ অন্যান্য নেতারা।

সমাবেশে বক্তারা জানান, গত ১ মার্চ থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে ইউরিয়া উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে প্রতিদিন গড়ে সাড়ে ১১শ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে, যার আর্থিক মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। এর ফলে দেশের সার উৎপাদনে বড় ধরনের ঘাটতি তৈরি হচ্ছে এবং রাষ্ট্রীয় কোষাগারও হারাচ্ছে বিপুল রাজস্ব।

সিবিএর সাধারণ সম্পাদক মো. আবু কাউসার বলেন, একই কারখানায় দুটি ভিন্ন বেতন কাঠামো চালু থাকা একটি গভীর বৈষম্য। টেকনিশিয়ান ও অপারেটরদের মজুরি স্কেলে এবং বাকি কর্মচারীদের জাতীয় পে-স্কেলে বেতন প্রদান করা হয়—যা তিনি অযৌক্তিক ও অন্যায় বলে দাবি করেন।

সমাবেশে উপস্থিত অন্যান্য শ্রমিকরা বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...