বিজ্ঞাপন
সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অঃদাঃ) মোঃ নাজমুল হাসান, এসআই (নিঃ) সিরাজুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ মিজানুল হক, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম এবং শিক্ষা অফিসের প্রতিনিধি সিয়ামা পাংখোয়া।
সেমিনারে বক্তারা বলেন, G2P পদ্ধতি ভাতা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতি এনেছে। এতে সুবিধাভোগীরা দ্রুততম সময়ে তাদের প্রাপ্য ভাতা গ্রহণ করতে পারছেন এবং মধ্যস্বত্বভোগী বা অনিয়মের সুযোগ কমে গেছে।
সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা G2P ভাতা ব্যবস্থার কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ উপস্থাপন করেন। সেমিনারে সামগ্রিকভাবে ভাতা বিতরণ কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
এ আয়োজনের মাধ্যমে বিলাইছড়ি উপজেলায় G2P ভিত্তিক ভাতা প্রদান কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে সমন্বয় ও সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...