Logo Logo

শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান


Splash Image

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সরকারের কাছে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে।


বিজ্ঞাপন


এক বিবৃতিতে মন্ত্রণালয় উল্লেখ করেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক এই দুই আসামিকে জুলাই হত্যাকাণ্ডের জন্য দণ্ডিত করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের অন্য কোনো দেশে আশ্রয় দেওয়া হলে তা হবে ন্যায়ের প্রতি অবজ্ঞা এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবমাননা।

বিবৃতিতে আরও বলা হয়, "আমরা ভারতের সরকারকে অনতিবিলম্বে আহ্বান জানাই, দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করুন। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব।"

বাংলাদেশ সরকারের এ পদক্ষেপ আন্তর্জাতিক অপরাধ ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন হিসেবে মূল্যায়িত হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...