বিজ্ঞাপন
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নতুন সামাজিক বিজ্ঞান ভবনের গ্যালারি কক্ষে অনুষ্ঠিত এই ক্যাম্পে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য পৃথকভাবে আয়োজিত এই ক্যাম্পে গাইনোকোলজি, ডার্মাটোলজি, মেডিসিন এবং নাক-কান-গলা—এই চার বিভাগ থেকে অভিজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। তাঁরা সারাদিন ধরে স্বাস্থ্যপরামর্শ, প্রাথমিক পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন।
স্টুডেন্ট রাইটস ফোরামের সদস্য এবং ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফফান জানান, শিক্ষার্থীদের কল্যাণে ভিন্নধরনের একটি উদ্যোগ নেওয়ার চিন্তা থেকেই এই ক্যাম্পের আয়োজন। তিনি বলেন, “শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং প্রয়োজনের মুহূর্তে চিকিৎসা-সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমরা এই কার্যক্রম শুরু করেছি। নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ সেবা আয়োজন করা আমাদের সাম্প্রতিক পরিকল্পনার অংশ।”
সংগঠনের পরিচালক মারুফ বিল্লাহ বলেন, সকাল থেকেই শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তিনি জানান, “আমরা চার বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ক্যাম্পটি পরিচালনা করছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সুবিধাকে মাথায় রেখে যতটা সম্ভব মানসম্মত সেবা দেওয়ার চেষ্টা করেছি। আগামীতেও স্বাস্থ্যসেবার এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্যসেবা ও সচেতনতা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও বড় পরিসরে কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...