Logo Logo

নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে গোপালগঞ্জ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


Splash Image

গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর নেতৃবৃন্দ।

গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জিসিসিআই)-এর পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ। বুধবার (১৯ নভেম্বর) সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সৌজন্য সাক্ষাৎকালে গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি কাজী জীন্নাত আলীর (মেসার্স কাজী সৈয়দ আলী) নেতৃত্বে উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি মোশারফ হোসেন (সোনালী ট্রেডার্স), সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান (মিতা ফিলিং স্টেশন), পরিচালক আলহাজ্ব মিজানুর রহমান (আলফা ফার্ণিচার), পরিচালক এস এম নিয়ামতে খোদা ইকবাল হোসেন (শতরূপা ফার্ণিচার), পরিচালক কামরুল ইসলাম (মেসার্স কামরুল এন্ড ব্রাদার্স), পরিচালক মনিরুল ইসলাম (সুবর্ণ ইলেক্ট্রিক) প্রমুখ।

সাক্ষাৎকালে চেম্বারের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে শুভকামনা জানান। এসময় তারা গোপালগঞ্জের সামগ্রিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে জেলা প্রশাসনের সাথে একযোগে কাজ করার আগ্রহ ও প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা প্রশাসক মহোদয় চেম্বার নেতৃবৃন্দের এ সৌজন্য সাক্ষাতকে স্বাগত জানান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...