বিজ্ঞাপন
বুধবার (১৯ নভেম্বর) বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির পিসিআরসি প্রকল্পের সহযোগিতায় নিজস্ব হলরুমে প্রশিক্ষণে উপজেলার পদ্মা, রুহিতা এবং চরলাঠিমারা গ্রামের মোট ১৮ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ প্রদান করেন সিসিডিবি উপজেলা সমন্বয়কারী সুজন চন্দ্র বিশ্বাস এবং বিজনেস ডেভলপমেন্ট অফিসার খায়রুল আলম।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল, অংশগ্রহণকারীদের গ্রুপ পরিচালনা, ব্যবসা উন্নয়ন ও কমিউনিটি সংযোগকারী হিসেবে দক্ষতা বৃদ্ধি করা।
উপজেলা সমন্বয়কারী সুজন চন্দ্র বিশ্বাস বলেন, “গ্রুপ সংযোগকারীদের দক্ষতা বাড়লে গ্রামের মানুষ নিজেরাই আয়ের পথ তৈরি করতে পারবে। সিসিডিবি তাদের পাশে থেকে সহায়তা করবে।”
বিজনেস ডেভলপমেন্ট অফিসার খায়রুল আলম জানান, “এ ধরনের প্রশিক্ষণ উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ করে এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করে।”
প্রশিক্ষণার্থী বাদল মিয়া, ফিরোজ মিয়া ও সুমাইয়া বলেন, আমরা স্থানীয় পর্যায়ে পারিবারিক কৃষি উৎপাদন করে তা সংরক্ষণসহ বাজারজাত করে উপার্জন করা যায় তা শিখলাম। এতে আমরা যেমন আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি জীবন ও জীবিকার সাথে সংযোগ তৈরি করা যায় তাও শিখলাম ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...