Logo Logo

ফরিদপুরের কৃষক লীগ নেতার পদত্যাগ


Splash Image

মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন শাহজাহান শেখ।

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি মো. শাহজাহান শেখ মঙ্গলবার দুপুরে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।


বিজ্ঞাপন


তিনি জানান, পারিবারিক কারণে ও বয়সের সঙ্গে যুক্ত অসুস্থতার কারণে তিনি কৃষক লীগের সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন।

শাহজাহান শেখ সোনাপুর গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি কৃষক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বর্তমান সময়ে আমার পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যা এবং স্বাস্থ্যগত কারণে আজ থেকে কৃষক লীগের সভাপতি পদসহ সব ধরনের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।”

তিনি আরও বলেন, “আমি আর কখনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকব না। বিএনপির নেতাকর্মীদের আচার-ব্যবহার এবং তাদের আদর্শ আমার ভালো লাগে। তাই আমি বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করতে চাই।”

এই পদত্যাগ ও বিএনপিতে যোগদানের ঘোষণা স্থানীয় রাজনীতি ও দলীয় অবস্থানকে নতুন করে প্রভাবিত করতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...