বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, নানশ্রী গ্রামের মৃত চমক আলীর ছেলে চান্দালীকে অপমান করার অভিযোগকে কেন্দ্র করে সিদ্ধারচর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আব্দুল হক ও মোস্তাইয়ের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। এ তর্ক-বিতর্ক ধীরে ধীরে দুই গ্রামের গোষ্ঠীগত লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে চান্দালীর পক্ষের ৮ জন এবং আব্দুল হকের পক্ষের ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমরা বিষয়টি খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...