Logo Logo

তাহিরপুরে নির্বাচনী মিছিল নিয়ে আনিসুল ও কামরুল গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ২


Splash Image

সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির মনোনীত ও মনোনয়ন বঞ্চিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মেঘালয়ের পাদদেশে অবস্থিত কলাগাঁও বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। এতে শিশুসহ অন্তত দু’জন আহত হন এবং এক ক্ষুদ্র ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হকের সমর্থক এবং মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের মিছিল মুখোমুখি হলে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

কামরুজ্জামান কামরুলের সমর্থক—উত্তর শ্রীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার শামসুল হক ও কলাগাঁও বাজার কমিটির সাবেক সভাপতি জামাল মিয়া অভিযোগ করে বলেন, “পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জঙ্গলবাড়ি হয়ে কলাগাঁও বাজারে মিছিল নিয়ে গেলে আনিসুল হকের সমর্থকরা ‘ধানের শীষ’ স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে শিশুসহ দুইজন আহত হয়েছেন। ফজলু মিয়া (৬০)-এর মাথা ফেটে গেছে, আর ছোট্ট শিশুটির ঠোঁটে আঘাত লেগেছে। পাশাপাশি রাখাল বাবু নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর ক্যাশবাক্সও ছিনিয়ে নিয়ে গেছে হামলাকারীরা।”

অপর দিকে, আনিসুল হকের সমর্থক ও উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হাবিব অভিযোগ অস্বীকার করে বলেন, “আছরের নামাজের পর চারাগাঁও থেকে লামাকাটা হয়ে শ্রীপুর বাজারের বিএনপি অফিসে মিছিল যাচ্ছিলাম। হঠাৎ কামরুল, কামরুল স্লোগান দিয়ে কামরুলপন্থীরা সামনে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সেখানে ধাক্কাধাক্কি হয়। বিশৃঙ্খলার মধ্যে মুড়ির নাড়ু ও মুরালি বিক্রেতার প্রায় বারো শত টাকার মতো কেউ নিয়ে থাকতে পারে, তবে আমরা বিষয়টি সঙ্গে সঙ্গে মীমাংসা করেছি।”

তিনি আরও দাবি করেন, “আমরা হামলা করিনি। ওদের সব অভিযোগ ভিত্তিহীন।”

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, “সংঘর্ষের বিষয়ে কোনো খবর পাইনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...