বিজ্ঞাপন
বুধবার (১৯ নভেম্বর) বিকালে ছাতকের নোয়ারাই ইউনিয়নের চৌমুহনি চাঁনপুর বাজার এলাকায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও ধানের শীষের সমর্থনে গণসংযোগ শেষে ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “ভোট পাওয়ার জন্য একটি দলের লোক বেহেশতের টিকিট নিয়ে ঘুরছেন। তারা বলছেন, তাদের ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে! এসব প্রতারকদের আগামী নির্বাচনে ভোট না দিয়ে সমুচিত জবাব দিন।”
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা হাজী তেরা মিয়া এবং পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিজন তালুকদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোশাররফ হোসেন ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ।
এছাড়া বক্তব্য দেন বিএনপি নেতা মাসুক মিয়া, বিলাল আহমদ, বুরহান উদ্দিন, হিফজুর রহমান মামুন, মাষ্টার আব্দুস সালাম, আব্দুল জাহির, আজিজুর রহমান, যুবদল নেতা বদরুল আলম প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন— সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামসুল হক নমু; ছাতক পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান শামছু; যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল; আহ্বায়ক কমিটির সদস্য এসএম লায়েক শাহ, তানিমুল ইসলাম, শফি উদ্দিন; উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. মনির উদ্দিন মেম্বার; উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম; নোয়ারাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইমতিয়াজ আলীসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...