Logo Logo

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন


Splash Image

চলমান কপ–৩০ সম্মেলনকে সামনে রেখে “জলবায়ু ন্যায়বিচার, নির্গমন হ্রাস ও মানবাধিকার সুরক্ষা” দাবিতে নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জলবায়ু–প্রভাবিত বিভিন্ন জেলায় আয়োজিত ধারাবাহিক কর্মসূচির চূড়ান্ত পর্ব হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রান এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশার নাগরিকরা অংশ নেন। তারা জলবায়ু পরিবর্তনের কারণে জীবন, জল, খাদ্য, স্বাস্থ্য ও মর্যাদার মতো মৌলিক অধিকার হরণের প্রতিবাদ জানান। একই সঙ্গে উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়িত্ব বিবেচনায় কার্যকর জলবায়ু অর্থায়ন, ক্ষতিপূরণ এবং নির্গমন হ্রাসের জোর দাবি তোলা হয়। অংশগ্রহণকারীরা জলবায়ু সংকট মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রান এর ফিল্ড কর্ডিনেটর মাহমুদুল হাসান লোমান-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সমতট থিয়েটারের শিল্পী সিনথিয়া নূর কথা, প্রথম আলো বন্ধু সভার সভাপতি উম্মে ফারহীন রিমু, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রেড ক্রিসেন্টের রিসোর্স অ্যান্ড মোবিলাইজেশন হেড মো. আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে সরকারকে জলবায়ু কূটনীতিতে আরও জোরালো ভূমিকা রাখতে হবে। তারা ঐক্যবদ্ধভাবে সরকারের প্রতি জনস্বার্থনির্ভর নীতি প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানান।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...