বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জের সরকারি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী এবং জেসিও-১০৫২২ এর নায়েব সুবেদার মো. রফিকুল ইসলাম। অভিযানে ১৯ জন বিজিবি সদস্য ও ৪ জন পুলিশ সদস্যসহ মোট ২৪ জন অংশগ্রহণ করেন।
অভিযানকালে একটি মালিকবিহীন ইঞ্জিনচালিত কাঠবডি নৌকাসহ ১২২৯ পিস অবৈধ ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি-পিস এবং ১৯৫ পিস কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। জব্দকৃত এসব পণ্যের বর্তমান বাজারমূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)-এর সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের উপস্থিতিতে জানান, বিজিবি’র সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি স্থলপথের পাশাপাশি নৌপথেও অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, আটককৃত ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি পিস এবং কসমেট্রিক্র সামগ্রী সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি উল্লেখ করেন, সুনামগঞ্জের বিশাল সীমান্ত এলাকায় ১৯টি বিওপির সদস্যরা সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে দিনরাত নিরলসভাবে কাজ করে চলেছেন। এই নিরাপত্তা সমুন্নত রাখতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...