বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী, চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি আহ্বায়ক মোস্তফা কামাল, সাবেক আহ্বায়ক দেওয়াল শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল পৌরসভা জামায়াতের নায়েবে আমির ও সাবেক পৌর কাউন্সিলর জামাল উদ্দিন, চাটখিল বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক খোরশেদ আলম, প্রচার সম্পাদক ডাক্তার হারুনুর রশিদ, ছাত্র প্রতিনিধি আহমেদ রেদোয়ান সহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা জানান, স্থানীয়ভাবে আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল একটি কাঁচাবাজারের দীর্ঘদিনের চাহিদা পূরণের লক্ষ্যে নতুন কিচেন মার্কেটটি নির্মাণ করা হয়েছে।
পৌর প্রশাসক মিজানুর রহমান বলেন, “চাটখিল পৌর কিচেন মার্কেট বহুদিন ধরে অবহেলিত ছিল। এলাকাবাসীর সুবিধার্থে এটিকে আধুনিক ও পরিচ্ছন্ন মার্কেট হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করেছি। আজ এর উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”
বাজারটি নির্মাণে প্রায় এক দশক সময় লেগে গেলেও স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্যসম্মত কেনাকাটার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে। চাটখিল পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় নির্মিত তোহা বাজার আগামী দিনগুলোতে স্থানীয় অর্থনীতি ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...