বিজ্ঞাপন
দিনের কর্মসূচি শুরু হয়েছে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। মোনাজাতে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি কামনার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানরা নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানাবেন। পরবর্তীতে প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী বিভাগে তিন বাহিনী প্রধানের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বাহিনী প্রধানরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।
দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা। এই অনুষ্ঠানে ১০১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হবে। এছাড়া বিকেল ৪টায় সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এক আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, বিদেশি কূটনীতিক, এবং সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
ঢাকার বাইরেও দিবসটির আমেজ ছড়িয়ে পড়েছে। বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রংপুর ও খুলনার সেনানিবাস ও ঘাঁটিগুলোতে এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় সংবর্ধনা ও দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। সাধারণ মানুষের অংশগ্রহণের জন্য ঢাকা, চট্টগ্রাম, খুলনা, চাঁদপুর ও বরিশালের নির্দিষ্ট ঘাটে নৌবাহিনীর সুসজ্জিত জাহাজগুলো দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত রাখা হবে।
সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান ‘অনির্বাণ’ প্রচার করা হয় এবং আজ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ বেতারে ‘দুর্বার’ নামক বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। এছাড়াও সশস্ত্র বাহিনীর পরিচালনাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দিবসটির গুরুত্ব তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...