ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার কেন্দ্রস্থল ছিল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ভূমিকম্প অনুভূত হতেই ঢাকার বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। এর কিছুক্ষণ পরই বংশালের কসাইটুলীতে একটি পাঁচ তলা ভবনের রেলিং ধসে পড়ে তিনজন নিহত হন এবং গুরুতর আহত একজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন দুপুর সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি বা হতাহতের অন্যান্য তথ্য পাওয়া যায়নি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...