Logo Logo

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তরবন্দী সম্মেলন অনুষ্ঠিত


Splash Image

শুক্রবার (২১ নভেম্বর) ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে বার্ষিক মাহফিল ও দস্তরবন্দী সম্মেলন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল পরিমান মুসল্লির উপস্থিতিতে আয়োজিত এ সম্মেলন ঘিরে মাদ্রাসা চত্বর ও আশপাশের এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।


বিজ্ঞাপন


সম্মেলনের সূচনা হয় বৃহস্পতিবার মাদ্রাসার শিক্ষাসচিব আল্লামা মুফতি কেফায়াতুল্লাহর উদ্বোধনী বয়ানের মাধ্যমে। ওইদিন রাতে এশার নামাজের পর প্রথম সেশনে ১৪৪৪-৪৫ হিজরি শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্নকারী তরুণ আলেমদের একাংশকে সম্মাননা পাগড়ি প্রদান করা হয়। অবশিষ্ট ফারেগীনদের পাগড়ি প্রদান করা হয় আজ শুক্রবার এশার নামাজের পর।

এ মাহফিল ও দস্তরবন্দী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালেদ হোসাইন। বক্তব্যে তিনি বলেন, “এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ঈমান ও আমল সঠিক রাখার জন্য মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম।”

তিনি আরও বলেন, “আল্লাহ তায়ালার নৈকট্য লাভের জন্য নামাজ, রোজা, হজ ও যাকাতের ওপর গুরুত্ব দিতে হবে। নামাজ ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া সম্ভব নয়।”

বার্ষিক মাহফিল উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে সাধারণ মুসলিম ও আলেম-ওলামারা দলে দলে উপস্থিত হতে শুরু করেন। এতে প্রায় অর্ধলক্ষাধিক মুসল্লি, সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব জুমার নামাজ আদায় করেন এবং ধর্মীয় বয়ানে অংশ নেন।

ধর্মীয় ঐতিহ্য ও শিক্ষার ধারাবাহিকতায় হাটহাজারী মাদ্রাসার এ আয়োজন মুসলিম সমাজে এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...