Logo Logo

২৪ ঘণ্টার মধ্যে ফের ভূমিকম্প, এবান কাঁপলো গাজীপুর


Splash Image

আজ সকাল ১০টা ৩৬ মিনিটে গাজীপুরের বাইপাইল এলাকায় ৩.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ।


বিজ্ঞাপন


এর আগে গতকাল দেশের বিভিন্ন এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ঢাকার বাসিন্দাও রয়েছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিএমডি সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টা ৩৮ মিনিটে রেকর্ড হওয়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়, যা ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টার থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত। এর ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হয়েছে উত্তর অক্ষাংশ ২৩.৭৭° এবং পূর্ব দ্রাঘিমাংশ ৯০.৫১° হিসেবে।

পরপর এই দুই ভূমিকম্পে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...