Logo Logo

পাথরঘাটায় জামায়াতের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ


Splash Image

বরগুনার পাথরঘাটায় মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচনাপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দুইটি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। এলাকার দীর্ঘদিনের বসতবাড়ির জরাজীর্ণ অবস্থা এবং চলমান শীত মৌসুমে বাসস্থানের সমস্যা বিবেচনায় এই সহযোগিতা প্রদান করা হয়।


বিজ্ঞাপন


গতকাল ২১ নভেম্বর সকাল ১০টায় নাচনাপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এ সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ শামীম আহসান। তিনি বলেন, “জামায়াত সব সময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থাকে। মানুষের সেবা করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ নাসির উদ্দিন মুসা। তিনি বলেন, “দুর্গত মানুষের পাশে দাঁড়ানো মানবতার কাজ, এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।”

আয়োজনে আরও উপস্থিত ছিলেন নাচনাপাড়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাওলানা আবুল কালাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সালেহ, ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা জানান, এলাকার আরও কয়েকটি পরিবারকে পর্যায়ক্রমে সহযোগিতা প্রদান করা হবে।

ঢেউটিন পেয়ে উপকারভোগী পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এ সহায়তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে ঘরের টিন নষ্ট হয়ে গিয়েছিল, এখন নতুন করে ঘর মেরামত করতে পারবো।”

জামায়াতের স্থানীয় নেতারা জানান, শীত ও দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দরিদ্রদের বাসস্থান, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...