বিজ্ঞাপন
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে।
এর আগে একই দিনে সকাল ১০টা ৩৬ মিনিটেও আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। ওই কম্পনের মাত্রা ছিল ৩.৩ এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।
এছাড়া শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। ওই ভূমিকম্পে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় রাজধানীসহ আশপাশের এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...