বিজ্ঞাপন
তিনি বলেন, এ দেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে এবং স্বাধীনতার পক্ষে; তারা মুক্তিযুদ্ধকে বুকে লালন করে। তাই জেএসডি ভোটারদের কাছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মর্যাদা অক্ষুন্ন রাখার প্রতিশ্রুতিসহ ভোট চাইবে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের জিরো পয়েন্টে তারা মার্কার সমর্থনে এক পথসভায় তানিয়া রব এসব কথা বলেন। কোম্পানীগঞ্জ উপজেলা জেএসডি এই কর্মসূচি আয়োজন করে।
তিনি বলেন, “ত্রয়োশ জাতীয় সংসদ নির্বাচন শুধুই পার্লামেন্টে যাওয়ার জন্য নয়। অনেক প্রার্থী মার্কা দেখে ভোট চায়, কিন্তু তারা পার্লামেন্টে গিয়ে শুধু কোটি কোটি টাকা উপার্জন করবে, বিদেশে ব্যাংক ব্যালেন্স করবে, সাধারণ মানুষের জন্য কিছু করবে না। জনগণ যদি যোগ্য মানুষকে নির্বাচিত না করতে পারে, তবে আমাদের ভোগান্তি চলতেই থাকবে।”
তানিয়া রব এও উল্লেখ করেন, প্রশাসনিক অফিসার, ওসি, এসপি, ডিসি লটারির মাধ্যমে নির্বাচন পরিচালনা করা উচিত এবং তা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকা উচিত। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগে যারা ভাগবাটোয়ারা ও নানা হাবভাব দেখাচ্ছে, তাদের প্ররোচনায় বা সুপারিশে কোনো নিয়োগ মেনে নেওয়া হবে না।
তিনি আরও সতর্ক করেন, “যারা ক্ষমতায় আসার আগে হাট, মাঠ, ঘাট ও বাসস্থান দখল করছে, তারা আসার পর কি করতে পারবে, সেটা জনগণকে বিচার করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদের এমপিরা কেন পালিয়েছে? তারা চুরি করেছে, মানুষ হত্যা করেছে, গুম করেছে। এই বিচারের ঘটনা এ মাটিতেই ঘটতে হবে। বর্তমানে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, তারা এক বছর আগের ঘটনা ভুলে যাচ্ছে এবং জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে না। বরং চাঁদা ১০০ টাকা থেকে ২০০ টাকায় উন্নীত হচ্ছে। এ চাঁদাবাজ থেকে মুক্তি পেতে হবে।”
পথসভায় আরও বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এবং নোয়াখালী-৫ আসনে তারা মার্কার প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জেএসডি নেতা মো. আলাউদ্দিন, কাজল হাজারী, মাহবুবুর রশীদ আল মামুন, মো. হেলাল উদ্দিন প্রমুখ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...